প্রকাশিত: Thu, Jan 26, 2023 4:35 PM
আপডেট: Tue, Jul 8, 2025 5:33 PM

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের আন্তরিকতার অভাব রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

আনিস তপন: রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকার আন্তরিক নয়।  বৃহস্পতিবার ডিসি সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের অগ্রাধিকার রোহিঙ্গাদের প্রত্যাবাসন। মিয়ানমারও বলেছে, তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে। কিন্তু ষষ্ঠ বছর চলছে, একজন রোহিঙ্গাকেও এখনো ফেরত নেওয়া হয়নি। মিয়ানমারের আন্তরিকতার অভাব থাকলেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে অবৈধভাবে পাহাড় কাটা ও ব্যক্তিগত জমি দখল রোধে ব্যবস্থা নিতে বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরো বলেন, কিছু ট্রাভেল এজেন্সি অবৈধভাবে মানুষকে বিদেশে পাঠানোর সঙ্গে জড়িত। তাদের ওপর নজরদারি এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করতে তিনি জেলা প্রশাসকদের পরামর্শ দেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব